Thursday, August 15, 2019

ভাবনা
হাকিকুর রহমান
====

সুপ্তচিন্তা দোলে কাঁপে ঐ হৃদয়ের আঙিনায়
সপ্তসিন্ধুর প্রহরী যেনো চলে কোথা আলোর ইশারায়।
বন্ধনহীন ভাবাবেগ গুলি খেলা করে ঘোলাজলে
দুষ্প্রাপ্যতা ছড়িয়ে রয়েছে আঁধারের বাহুবলে।
এখানে-ওখানে খুজে ফেরা তাই গতিময়তায় ফিরে
সাজানো বাগান ভাঙ্গলো সেখানে নিঃসঙ্গতায় ঘিরে।
বাসনার ধন হারালো কখন আঁখিজলে ভাসাতে
আকাশের পানে চেয়ে থাকা তাই ফিরে পাবার আশাতে।

No comments:

Post a Comment