পোশাক শ্রমিক
হাকিকুর রহমান
==========
হাকিকুর রহমান
==========
সকাল আটটার আগে
কেউ যদি
ঢাকার ফুটপাতে তাকিয়ে দেখে
দেখতে পাবে কিভাবে
কর্মজীবি মহিলারা
ছুটছে কাজে যাবার তরে
বাসায় সবাইকে রেখে।
আমাদের দেশের আয়ের এক বড় অংশ আসে
এদের শ্রম থেকে
বিনিময়ে কি এরা পায় পারিশ্রমিক
ন্যায্য পাওনা দেখে?
সকাল থেকে রাত পর্যন্ত
খেটে যায় এরা
ফেলে মাথার ঘাম পায়ে
এদের শ্রমকে পুজি করে
অনেকেই থাকে সুখে
লাগিয়ে ঠান্ডা হাওয়া গায়ে।
নুন্যতম পারিশ্রমিক বলে যেটা পায়
সেটা দিয়েই
কোনমতে সংসার চালিয়ে যায়
স্বপ্ন দেখে সুন্দর ভবিষ্যতের
যে যার স্থানে দাড়িয়ে তায়।
কেউ যদি
ঢাকার ফুটপাতে তাকিয়ে দেখে
দেখতে পাবে কিভাবে
কর্মজীবি মহিলারা
ছুটছে কাজে যাবার তরে
বাসায় সবাইকে রেখে।
আমাদের দেশের আয়ের এক বড় অংশ আসে
এদের শ্রম থেকে
বিনিময়ে কি এরা পায় পারিশ্রমিক
ন্যায্য পাওনা দেখে?
সকাল থেকে রাত পর্যন্ত
খেটে যায় এরা
ফেলে মাথার ঘাম পায়ে
এদের শ্রমকে পুজি করে
অনেকেই থাকে সুখে
লাগিয়ে ঠান্ডা হাওয়া গায়ে।
নুন্যতম পারিশ্রমিক বলে যেটা পায়
সেটা দিয়েই
কোনমতে সংসার চালিয়ে যায়
স্বপ্ন দেখে সুন্দর ভবিষ্যতের
যে যার স্থানে দাড়িয়ে তায়।
No comments:
Post a Comment