Thursday, August 15, 2019

জিজ্ঞাসা 
হাকিকুর রহমান
======
একটা জিজ্ঞাসা থেকে যায় মনে
কেনো পৃথিবীতে আসা
কি কারনে জীবন কবে মরন
শুধুই কি স্বপ্নের স্রোতে ভাসা?
একই ভাবনায় কেটে যায় সময়
সকাল-সন্ধা-রাত
তবুও যায়না পাওয়া এপ্রশ্নের উত্তর
যতই করিনা ভাবাভাবি আর সংখ্যার অনুপাত।

No comments:

Post a Comment