ভোরের আলো
হাকিকুর রহমান
একোন আলো, লাগলো এসে চোখে
ডেকে নিতে চায় যে মোরে, নতুন সুর্যালোকে।।
লাগুক হাওয়ায় দোলা,
মনের যতো চাওয়া গুলো থাকুক সেথায় তোলা।
ভাসুক মেঘের ভেলা,
মনের যতো ভাবনা গুলো করুক সেথায় খেলা।
বাজুক বাঁশের বাঁশি,
বাঁধন খুলে যাকনা উড়ে সকল কান্না-হাসি।
জাগুক প্রানে আশা,
আগল খুলে যাকনা উড়ে সকল ভালোবাসা।
No comments:
Post a Comment