দীপশিখা
হাকিকুর রহমান
দীপশিখা নিভে গেছে কবে কোন ঝড়ে
জ্বালিনিকো তাকে আর যতদুর মনে পড়ে।
আঁধারের মাঝে তাই করি বিচরন
চেনা-অচেনার মাঝে অন্য ভুবন।
ভাগ্যের আকাশেতে জ্বলে শুকতারা
কেমোরে শোনাবে আজ পবনেরো ধারা।
মিছে চলা তবু পথে আশা নিয়ে বুকে
আলো আর আঁধারির খেলা চলে চারিদিকে।
No comments:
Post a Comment