ঈদুল আযহা
হাকিকুর রহমান
--------------
আজি এ নতুন প্রভাতে
রবির কর আসিয়া পড়িল আঁখিপাতে।
এদিনের এই উৎসবে
ধনী-গরীব সকলে মিলিয়া করি উদযাপন
নাহি ভেদাভেদ অবিত্ত আর বৈভবে।
স্রষ্টার নামে করি উৎসর্গ, পছন্দের পশুকে
হৃদয় নিংড়িয়া করি বিতরণ
দীন-হীন আছে যাহারা,
তাহাদের মাঝে
নিঃস্ব, অভূক্ত আর পথশিশুকে।
স্বার্থহীন ভাবে মানিয়া নিয়ম
ঘুচায়ে দেই সকল ভ্রান্তি
ইহাতেই মিলিবে সঠিক দিশা, আর
আসিবে আত্মায় প্রকৃত শান্তি।
No comments:
Post a Comment