Thursday, August 15, 2019

জীবন পাখি
হাকিকুর রহমান
=======

এ এক অসামান্য অনুভূতি
স্মৃতির পাতায় পাতায়
সাজানো আছে সব
যেনো এক বিনিসুতার গাথি।
কৈশর-যৌবন
পার হয়ে গেছে কখন
কতকাল আর আছে বাকী
স্মৃতির দুয়ারে ঘুরে ঘুরে
কথার মালায়
সব সাজাতে থাকি।
গতকাল গেছে
পার হয়ে সেযে
এখন আগামীকালকে সামনে রাখি
কবে যাবে উড়ে
সব মায়া ছেড়ে
এই জীবন খাঁচার পাখি।

No comments:

Post a Comment