উদাসী হাওয়া
হাকিকুর রহমান
=========
হাকিকুর রহমান
=========
বীণার তারে কিসুর বাজে
সেসুর গাথে হৃদয় মাঝে
চিন্তাগুলো কোথায় গেলো
মনটা করে এলোমেলো
উদাস হাওয়ার আভাস যে বয়
ভাবনাগুলো কোথায় কে রয়
সারাটা দিন মিললো সাঁঝে
লাগেনা মন কোন কাজে
এমনি করে কালযে যায়
ভর করে উদাসী হাওয়ায়।
সেসুর গাথে হৃদয় মাঝে
চিন্তাগুলো কোথায় গেলো
মনটা করে এলোমেলো
উদাস হাওয়ার আভাস যে বয়
ভাবনাগুলো কোথায় কে রয়
সারাটা দিন মিললো সাঁঝে
লাগেনা মন কোন কাজে
এমনি করে কালযে যায়
ভর করে উদাসী হাওয়ায়।
No comments:
Post a Comment