মাতামুহুরীর বাঁকে
হাকিকুর রহমান
==========
হাকিকুর রহমান
==========
মাতামুহুরীর বাঁকে
ঝরে গেলো পাঁচটি তাজা প্রান
সবাই আকুল চোখে তাকিয়ে থাকে।
নাইতে নেমে জলে
গেলো ডুবে ঐ ছেলেরা গভীর অতলে।
কোথায় করবে তারা আনন্দ
ঘটনাচক্রে হলো সব নিরানন্দ।
এমনতরো না যেনো হয় কারও জীবনে
শোক সহিবার ক্ষমতা দাও পরিবার-পরিজনে।
ঝরে গেলো পাঁচটি তাজা প্রান
সবাই আকুল চোখে তাকিয়ে থাকে।
নাইতে নেমে জলে
গেলো ডুবে ঐ ছেলেরা গভীর অতলে।
কোথায় করবে তারা আনন্দ
ঘটনাচক্রে হলো সব নিরানন্দ।
এমনতরো না যেনো হয় কারও জীবনে
শোক সহিবার ক্ষমতা দাও পরিবার-পরিজনে।
No comments:
Post a Comment