গুরু
হাকিকুর রহমান
----
পন্ডিত মহোদয় ললাটে তিন ভাঁজ ফেলিয়া
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলিলেন-
"বাকিটা নিজে নিজেই অধ্যয়ন করো",
আর তারপর
ধীরগতিতে নিজের কক্ষের দিকে চলিলেন।
মহাপন্ডিত তিনি
তাঁহার জ্ঞানের তুলনা এ পৃথ্বীতে হয়না
গুরুগম্ভীর থাকেন
সহজে তাঁহার কন্ঠস্বর শোনা যায়না।
সদা নিবেদিত থাকেন
কিভাবে বৃদ্ধি পাইবে তাঁহার জ্ঞানের সম্ভার
জ্ঞান অন্বেষণে তাঁহার জুড়ি নাই
কোনক্রমেই হাল নাহি ছাড়েন, নহে তিনি দমিবার।
এমন গুরুর শিষ্য হওয়া
অতিশয় ভাগ্যের উপহার
যুগে যুগে এই গুরুগণ
করিয়াছেন ধরণীকে মহীয়ান, কীর্তিগাথা বলিবার।
No comments:
Post a Comment