Thursday, December 2, 2021

 

উৎসমুখী হওয়া
হাকিকুর রহমান 
 
তমসা ঘন রাত্রিকে স্বাক্ষী করে,
কিছু নবীন আলো
শপথ নেয়, আলোকিত করবে বলে,
এই ধরাকে-
হৃদয়ের জ্যোতিমাঝে, স্নান করে
নেয়া সেই শপথ,
আঁধারের বুক চিরে,
সমুখের পানে
আগুয়ান হতে চায়। 
 
চরণের ধুলোও যে তার স্বাক্ষী,
অতি পুরাতন স্বাক্ষী
নীরব ছোঁয়াতে, নির্বাক পরশে
পরোতে পরোতে জেগে রয় সাথে-
নক্ষত্র থেকে খসে পড়া উল্কার আলোকে,
পথটা আলোকিত হয়-
যদিওবা ক্ষণকালের তরে,
তবে হৃদয়ের আলো জ্বেলেই
নিরন্তর চলা। 
 
অমোঘ আকাশবাণী, কে শোনালো
দুর্বার আহবানে,
প্রভাতের প্রথম প্রহরে
কে ছড়ালো অরুণালোক, পৃথ্বীর পরে-
স্বরলিপি লিখে চলে
প্রাণের পরশ ছড়িয়ে,
অতিশয় প্রবাহমান।
 
আঁধার-আলোক-ঘনঘোর-তমসা
সকলেই উৎসমুখী হয়।

No comments:

Post a Comment