Thursday, December 2, 2021

 

প্রলম্বিত বিকেল
হাকিকুর রহমান 
 
দুয়ারটাতো রইলো খোলা-
ভাঙা জানালাটা খোলার প্রয়োজন নেই,
ওটা এমনিতেই খোলা।
প্রখর রোদ্দুর শুধুই সেথা খেলা করে,
আর পড়ন্ত বিকেল, প্রলম্বিত হয়।
 
আকাশ সেজেছে গৈরিক আলোতে-
কে যেনো কার হৃদয়ের মায়াবী
কপাটখানি খুলে
উপলব্ধি করার প্রচেষ্টা করে, আর
পড়ন্ত বিকেল, প্রলম্বিত হয়। 
 
ছায়ারা শাখা-প্রশাখা মেলে-
দখিনার মৃদু সমীরণে
নিবিড় প্রশান্তি আনে
কোন পথিকের ক্লিষ্ট প্রাণে, আর
বিকেল, প্রলম্বিত হয়। 
 
গোধূলির ছায়া লাল রঙে সাজে-
কার ললাটে যেয়ে পড়ে,
প্রান্তিক আশাগুলো
বিস্ফোরণের খেয়ায় ভাসে, আর
প্রলম্বিত হয়। 
 
পড়ন্ত বিকেলটা, কেনো জানি
ক্রমেই প্রলম্বিত হয়।

No comments:

Post a Comment