গোলাপের কলি
হাকিকুর রহমান
গোলাপের কলিটাতে, রয়েছে কাঁটায় ভরা
তবু কার হাতখানা বাড়ায়
ওটাকে ছিঁড়ে নিতে-
জানে ডানা দু’টো যাবে পুড়ে
তবুও প্রদীপের পানে ছোটে
পতঙ্গের পাল,
কোন সুখে আত্মাহুতি দিতে।
সুর্যাস্তকে সমীহ করে
চেয়ে রয় একা এক সূর্যমুখী-
গোধূলি ওদিকে লুকোচুরি খেলে
তবুও অশথের শাখে বসা চাতকীকে
লাগে যে বড়ই সুখী।
ঝরা কুসুমের জীবন চরিত্র লিখবে,
সে আশা করেছিল
কে যেনো কবে-
চেয়ে দেখে জীবনটাতো
এক অবিরাম খেলা,
আর তা উপলব্ধি করে
হৃদয়ের অনুভবে।
ভাঙ্গনের তীরে বাসা বেঁধে
কে যেনো কবে
রচেছিলো কোন গান-
সময় হয়নি আর তাতে
স্বরলিপি দেবার,
যদিও এ ব্যাপারে ছিল সে
নিবেদিত প্রাণ।
এই প্রাণ গঙ্গায়, তো
কতজনাই গিয়েছে ভেসে-
তা, জীবন চরিত্রটা আর
লেখা হয়নি,
তবুও কাঁটা ভরা গোলাপের কলিটা
চেয়েছিলো ক্ষণিক হেসে।
No comments:
Post a Comment