পরাণের ভাষা
হাকিকুর রহমান
চার দেয়ালের বাঁধা ভেঙে
জ্বালাতে চেয়েছি দেয়ালি-
ললাটের লেখা যায়নাতো বোঝা
সেতো বড়ই খেয়ালী।
বিস্মিত হয়ে তাই চেয়ে রই
ফেলে আসা পথ পানে-
ভরাতে চেয়েছি সেই অনুক্ষণ
ভুলে যাওয়া কোন গানে।
প্রাণের হরষে পুলকিত হয়ে
হেঁটে ফেরি ফের পথে-
জাগরিত হোক পরাণের ভাষা
বুঝে নেবো কোনোমতে।
No comments:
Post a Comment