Thursday, December 2, 2021

 

পরিচিত নূপুর
হাকিকুর রহমান 
 
হঠাৎ হাওয়ার তোড়ে
দুলে উঠলো ঢ্যাপের ফুলটা,
বিলের অস্বচ্ছ জলে কেলি করে
তেচোখো মাছের দল, তার ক্রোড়ে। 
 
এই তো কিছুক্ষণ আগে
ঝরে যাওয়া বৃষ্টির ওপর ভর করে উদিত হলো
একটা বেঁকে যাওয়া রংধনু,
তাই দেখে পারিযায়ী পাখিরা
আরও দূরে উড়ে যায়
আর বাতাসে ওড়ে ফুলের রেণু। 
 
হঠাৎ আবার বাতাসে কে দিলো যেনো করতালি,
সাথে করে নিয়ে এলো কিছু কালো মেঘের জটাজলি,
শন্ শন্ করে ডেকে ফিরে উদ্দাম দখিনা-
চিলেকোঠার ওপরে বসা কবুতরটা
প্রমাদ গোনে,
ভেঙে যাবে কি নীড়খানা!
 
ঝড়ের তান্ডব শেষে
আকাশটা কোন সে রঙে সাজে,
এ যেনো কোন উন্মাদ শিল্পীর
আগোছালো রং তুলির বিন্যাস,
অশথের শাখে বসে হতবাক্ ফিঙে পাখিটা
যাযাবরের মতো
ভেঙে যাওয়া নীড়খানা খোঁজে। 
 
ওদিকে কে যেনো সাঁঝের আঁধারে হেঁটে ফিরে
পায়ে দিয়ে রূপোর নূপুর,
বড়ই পরিচিত মনে হয়
হেঁটে ফেরার সেই সুর!

No comments:

Post a Comment