Thursday, December 2, 2021

 

কনকচাঁপার কান্না
হাকিকুর রহমান 
 
কনকচাঁপাটি ফুটেছিলো ফাগুনের
অন্তিম নিঃশ্বাসে-
শীতের পরশ পেয়েছিলো বটে
তবে, আশায় ছিলো
পরম বিশ্বাসে। 
 
একাকী সেথায় ফুটেছিলো
কবে থেকে
জানতে পারেনি তা কেউ-
বনানীর মর্মর ধ্বনি
সে শুনতে পেয়েছিলো,
আর মর্মে মর্মে
উপলব্ধি করেছিলো
ঝরা পাতাদের বেদনার ঢেউ। 
 
চাহুনিটা তার বরাবরই ছিলো
ক্লিষ্ট আকাশের পানে-
তাইতো ক্ষণ দখিনায়
দুলে যায় সে
উদ্বেলিত কোন প্রাণে। 
 
তবুও পরাণে তার, রয়ে যায়
কোন সে না বলা
বিরহ ব্যথা-
ঝরে যাবার আগে
কারও খোঁপায় গোঁজার
খুব ইচ্ছে ছিলো,
আর, এটাই ছিলো তার
আজন্মকালের
না বলা কথা।

No comments:

Post a Comment