আকাশের সীমানা
হাকিকুর রহমান
ঠিকানাবিহীন বছরগুলোকে
তাড়িয়ে নিয়ে গেছে
অনেক না বলা কথার স্রোত-
সুরেরা সেখানে করে
অজ্ঞাত বাস
আর কাঙ্ক্ষিত জীবনটা
হয়নাতো মেরামত।
ক্লান্তিবিহীন পিয়াসার বেণু
বাজিয়ে ফিরিছে
কোন সে উদাসী মন-
ভরা জোছনার আলোক ছায়াতে
তারারা হারায়
আর কোন সে পরাণ
কেঁদে ফিরে সারাক্ষণ।
কাজল আঁখিতে কান্না জড়িয়ে
তবুও কে যেনো রয় চেয়ে-
উধাও হয়েছে শ্রাবনের মেঘ
আকাশের সীমানাটা বেয়ে।
No comments:
Post a Comment