নিশ্চিন্তপুরের পথিক
হাকিকুর রহমান
ফলের ভারে বৃক্ষ ন্যুব্জ হয়
বয়সের ভারে হয় মানুষ ন্যুব্জ-
ফটিক ব্যাটার পিঠেতে হয়েছে গোঁদফোঁড়া
তাইতো হয়ে গ্যাছে একেবারে কুঁজো।
আহারে! মিনতি করে ফের
কেইবা লাভ, যার গরমে
দু’পা পড়েনা মাটিতে-
বোকার সাধ জাগে
ভরা চৈত্রে, শোবে একটুখানি
শীতল পাটিতে।
বোবার খুব বেশি ইচ্ছে হয়
আরো একটু জোরে চেঁচাতে-
জীবনের উপরে তার ঘেন্না
ধরে গেছে, ওদিকে বাগাড়ম্বর নেয়
পাতিকাক আর পেঁচাতে।
না শোনার ভান করে
কালা কিন্তু মাঝে মাঝে
ভাব দেখায়-
ভিখারিনী সেতো কেঁদেই মরে
কি জানি কি আছে লেখা
তার বলিরেখায়।
তাইতো, নিশ্চিন্তপুর থাকা পথিক
মনে মনে চায়
একদিন ঠিকই পথে পড়বে বেরিয়ে-
যাবে যেদিকে দু’চোখ যায়
ধুলোমাখা পথখানা
দু’পায়ে পেরিয়ে।
No comments:
Post a Comment