অবশেষে ব্রহ্মচারী
হাকিকুর রহমান
শব্দের ফাটলে, আরও কিছু শব্দ খোঁজা
কোন সে সৃজন সুখে-
রহুক না সেখানে খর রৌদ্রতাপ
রহুক না কিছু অমীমাংসিত দুঃখ
তবুও, থামাথামি নেই
এই শব্দ শিকার করে ফেরা বুকে।
তবে ব্যাপারটা কিন্তু
নিতান্তই আপন,
নেই তাই সেখানে কোনও সমর্থনকারী-
যতই করা হোক না শব্দের বিন্যাস
যতই করা হোক না ধারনার অবতারণা
তবুও ফাটলটার পরিসর বেড়েই চলে
আর তাই, শব্দ শিকারীকে
হতে হয় অবশেষে ব্রহ্মচারী।
No comments:
Post a Comment