নিয়তির সংজ্ঞা
হাকিকুর রহমান
হা, নিয়তি!
এতো তপস্যার পরেও
কি নাম দেয়া যেতে পারে তোকে?
জটিল আকার ধারণ করেই
তো আছিস্
কেইবা আছে যে আনমনে
তোর অলিন্দের পানে ঝোঁকে!
দুস্থ শব্দের ভান্ডার
হয়ে যায় খালি
দেবার কালে তোর পুরো বিবরণ-
ধুলো জমা কপালটা
আরও ধুলোময় হয়
আর তার পরতে পরতেই
তো করে যাওয়া পরিভ্রমণ।
কোনও এক শব্দ শিকারী
ভেবেছিলো
কোন প্রকারে তোকে দেবে এক সংজ্ঞা-
মনে হয় সে ছিলো
অকাটমুর্খ,
আর তাই তার
স্থান হয়নি কোথাও,
অবশেষে সাথী হয়েছে যে
মহাকালের গঙ্গা।
No comments:
Post a Comment