Thursday, December 2, 2021

 

নাড়ি ছেঁড়া ধন
হাকিকুর রহমান 
 
অতিশয় নিকটে আসিয়া, কে যেন কহিলো
“আমি তো কাছেই আসিয়াছি”
কুঞ্জতলে ফুটিয়া কেতকী কহে,
“ওহে, আমি তো অনেক আগেই জাগিয়াছি"।
 
অনিবর্চনীয় আবেগের সাথে, শাখেতে বসিয়া
গাহিলো বন পাপিয়া,
সিন্ধুতীরেতে কে হাঁটিয়া ফিরিছে, অবাক নয়নে
আকাশের পানে চাহিয়া। 
 
রুদ্ধ দ্বারের কপাট খুলিলো, কোন মহীয়সী
আবেগ জড়ানো আঁখি মেলি,
প্রভাতের রবি, তির্যকভাবে রশ্মি ফেলিয়া
জলেতে করিলো কেলি। 
 
মা’তো শোনালো, “খোকন সোনা রে,
ওরে তুই তো নাড়ি ছেঁড়া ধন,
ঊষার কোলেতে শুকতারা তুই,
তুইই তো অমূল্য মানিক রতন”। 
 
বীণার তারেতে, উঠিলো ঝংকার
আকাশ ধরিলো কোন গান,
দখিনার বায়ে, উড়িলো প্রজাপতি
আলোড়িত হলো মন প্রাণ।

No comments:

Post a Comment