Thursday, December 2, 2021

 

নক্ষত্রের গৌরব
হাকিকুর রহমান 
 
নক্ষত্রের গৌরবেই গৌরবান্বিত পৃথিবী,
যদিওবা উভয়েরই আলো নেই, তবুও
যে যার গোলকে নিরন্তর ঘুর্ণায়মান,
সূর্যের আলোটাকে নিঃশর্তভাবে ধার নিয়ে।
 
তবে, শুধু ওরাই নয়, এই নশ্বর ব্রহ্মান্ডের
সকলেই, এক এক করে কোন বিয়োগান্তক
নাটকের যবনিকাপাতের অভাবে জেগে রয়,
এক অবিনশ্বরের কাছে শর্তহীনভাবে বাঁধা।
 
একটা লাল পাসপোর্টের জন্যে, কতজনাই তো
কতশত প্রচেষ্টা করে চলে, ওদের ওই
সম-অসম ঘুরে চলাতে কোন পাসপোর্টেরই
প্রয়োজন নেই। চলার তাগিদেই চলে ওরা।
 
যদিও ক্ষতি আছে, ভারসাম্যহীনতায়,
আর তার জন্যে অতীব দায়ি, এই মনুষ্যকুল-
তথাপি, নিজেদের গন্ডি মেপেই নিরন্তর কার্যকারিতা।
তবে, একে অন্যের প্রতি নির্ভরশীল।
 
পদ্মপাতাটা,
এক ফোঁটা শিশিরের ভারে ন্যুজ্ব হয়
জোনাকি,
নিকষ রাতের আঁধারে জেগে রয়
দখিনা,
বিকেলের শেষে গোধূলির কানে যেন কি কথা কয়
আর ওদিকে,
মোমবাতির আলোটা, কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিলো যে!
 
("নির্জন কাব্য নিকেতন" থেকে।)

No comments:

Post a Comment