Thursday, December 2, 2021

 

সপ্তক সম্ভার - ১
হাকিকুর রহমান 
 
প্রভাত ফেরী শেষে
নৈবদ্যের থালাটা
হাতে করে সময়ের কাছে
দাসখত দিয়ে
হয়তোবা জীবনের
দাসত্বের দিন শেষে
একক লাইনে দাঁড়ানো-
(in a single file)
 
অতঃপর ভাগীদারহীন
খাতায় মুচলেকা দিয়ে
বিস্মরণের খেয়ায় ভেসে
ক্রমবর্ধমান কৃষ্ণ ক্ষয়িষ্ণু
নিয়তির প্রকোষ্ঠে
গমনের প্রাক্কালে
নিগূঢ় অভিব্যক্তির বিস্ফোরণ-
(lonely departure)
 
খুচরো সময়গুলো
হেসে খেলা করে
নিয়তির চারধারে
কোন বিধবার পরনের
ছেঁড়া শাড়ির আঁচলে
মুখ লুকানোর
সকরুণ প্রয়াস-
(undesirable desire)
 
সবশেষে অবিচল চেতনাগুলো
ধূসর হওয়া শুরু করে
সূর্যের মেরুদন্ড ভেঙ্গে
বের হয়ে আসা আলোতে ভাসে
আর সেই স্বাধীন সত্তা
সাথী হয় নিষ্পলক রাত্রির
জঠরের এক কোণে।
(remembering the future)
 
(আজকের লেখাটা বিখ্যাত লেখক
Maxim Gorky-কে উৎসর্গ করলাম।)

No comments:

Post a Comment