শুধাবো কারে?
হাকিকুর রহমান
শিশিরের ঝরে পড়াতে কি কোনো গান হয়?
কোনও সুর হয় কি নিঃসঙ্গ রাতের কান্নায়?
নির্ঝরের স্বপ্নভঙ্গ হয় কি কারণে?
সূর্যমুখী কেনো শুধু সূর্যকেই নমস্কার করে যায়?
মাঝরাতে ক্ষুধার্ত কুকুরের গোঙানি শুনেছে কি কেউ?
বাঁশ বাগানের শেয়ালগুলো শুধু মধ্য রাতেই ডাকেনা কেনো?
রেলের মাল বওয়া গাড়িগুলো একই শব্দ করে নাকি?
মাঝে মাঝে ধরিত্রীটা কেঁপে ওঠে কেনো?
হেমন্তের শেষে শীতের পদধ্বনি কেইবা কান পেতে শোনে?
বন্ধ্যা বিধবার কি কোনো জাত পাত হয়?
কোন সে বৃদ্ধের উত্তাপহীন ক্রন্দন কেই বা শোনে?
সভ্যতার জীবন্ত লাশগুলো কেনো ফুটপাতে ঘুমায়?
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত। ছবি-গুগল।)
No comments:
Post a Comment