Thursday, December 2, 2021

 

স্বপ্নহীনতার আনন্দ
হাকিকুর রহমান 
 
স্বপন রাত্তিরে, কলঙ্কিনী চাঁদটা
টুপ করে দিলো ডুব-
বজরায় যদিওবা,
প্রেমিকাকে সাথে নিয়ে, মাঝি
দিয়েছিলো নিদ্রা খুব। 
 
ভোরের আলো ওঠার সাথেই
হলো যেনো কার স্বপ্ন ভগ্ন-
পুবের আকাশের তারাগুলো বিলীন হলো
কোন সন্ন্যাসী হলো যে আবার ধ্যান মগ্ন। 
 
তবে, কে যেনো কবে কাকে
দিয়েছিলো একখানা অর্ধচন্দ্র-
সময়ের সুরটা, ঠিকমতো ধরা দেয়নি
কার হাতে, স্বপ্নহীনতারই হলো আনন্দ।

No comments:

Post a Comment