শূন্য বাতায়ন
হাকিকুর রহমান
সাঁঝের আঁধার এসেছিলো নেমে
তবুও ঘুমটা কেন যে ভাঙেনি,
শতবার করে ডেকেছিলো কে যেন
যদিও গোধূলি তখনো নামেনি।
কার করতলে দিয়েছি যে চুম
ঘুমের ঘোরে তা তো বুঝিনি,
স্মৃতিগুলো সবই তোলাই রয়েছে
তবে মন খুলে তাহা খুঁজিনি।
ডাগর চোখেতে কে যেনো চেয়েছিলো
বুঝিনি সে চোখের ভাষা,
কোন সে আবেগে দোলা দিয়ে গেছে
গতিময় হয়েছে যে আশা।
জুঁই ফুলের মালাটি গেঁথেছে
ও পাড়ার মালিনীর মেয়ে,
চামেলি ফুলের সুবাস ছড়ালো
গাঙ্গ পাড়ে এলো কোন নেয়ে।
কার সে কালো চুলের ছটাতে
আলোকিত করে দিলো ক্ষণ,
অসময়ে আসা বরষার ঢলে
আলোড়িত হলো তনুমন।
পা দু’টো ছড়িয়ে বসে রয়েছি
শূন্য বাতায়ন খানি ঘিরে,
কোন সুদূরেতে কে যেনো হারালো
ফিরে আর আসেনিকো নীড়ে।
No comments:
Post a Comment