বহুরূপী শোক
হাকিকুর রহমান
হায়রে পোড়া মোর দুই চোখ
এই আষাঢ়ে ভিজেই তো গেলি
আর অধরাই তো গেলো রয়ে
কোনও এক অনাবিষ্কৃত শোক।।
চোখের পাতায় অবারিত বারি
যায় পড়ে বিনে কাজে
সারাটা সকাল, সারাটা বিকাল
কানে তাই শুধু বাজে।।
টিনের ছাতের ওপরে পড়ে
পড়ে জারুলের ডালে
লজ্জাবতী লতার ওপরে পড়ে
পড়ে গোমতীর নালে।।
হায়রে পোড়া মোর দুই চোখ
এই শ্রাবণে ভিজেই তো গেলি
আর অবলাই তো গেলো রয়ে
কোন সে বহুরূপী শোক।।
No comments:
Post a Comment