বিস্মরণ
হাকিকুর রহমান
ভাবনাগুলিকে ঘিরিয়া রাখিয়াছে
বিস্মরণের ঢেউ,
প্রাণটা সেথায় হাবুডুবু খায়
দেখিবার নাহি কেউ।
মিথাই কাঁদিয়া ফিরি, এই
জীবনের ঘাটে ঘাটে,
দিবসের আলো নিভিলো যখন
সূর্য যায় যে পাটে।
এই অবেলায় বুঝিতে পারিনি
কোন কুলে ভিড়াবো তরী,
এ কোন খেলায় ব্যস্ত ছিলাম
সারা দিনমান ধরি।
কুহেলিকা সম গতিপথটারে
ঢাঁকিয়া দিলো যে ধোঁয়া
হাতেতে-পাতেতে রহিল না কিছু
সকলি গেলো যে খোঁয়া।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment