শর্তহীন ছাড়পত্র
হাকিকুর রহমান
কে যেনো কবে কয়েছিলো
অমরতা দেবে-
তা, পৃথিবীর কি কোনও
ছাপাখানা আছে?
যে অমোচনীয় কালিতে
ছেপে দেবে, একখানা
শর্তহীন ছাড়পত্র!
সময়ের পরিধিতে তো
সকলেই পরাধীন সত্তা,
আর, সেই সময়ের অগোচরেই
কোন সে চলা-
আপন সত্তাকে উন্নাসিত
করার আপ্রাণ প্রয়াসে।
কে যেনো চুপিসারে কয়েছিল,
সাহিত্য মেপে দেবে,
মেপে দেবে শব্দের বিন্যাস,
আরও মেপে দেবে কৃষ্টি-
তা, আপনমনেতেই
অদৃশ্য হয়েছে লুকোনোর ছলে।
এক্ষণে, সঞ্চারিত মনে,
দ্বিধান্বিত হয়ে
নিজের মাঝেতেই
মেপে ফেরা, নিজের পরাজয়।
No comments:
Post a Comment