ঘরে ফেরার পালা
হাকিকুর রহমান
ধুতরা ফুলের ওপরে পড়া
বুনো রোদ্দুর
ঠিক দুপুর বেলা খেলা করে,
অনাবিল শান্তিতে।
মাথার উপরে যদিওবা
দু-একটা চিলতে মেঘ উড়ে যায়, অলসভাবে-
মাথা ভারী চুলের জটা নিয়ে বুড়ো অশ্বত্থও
দখিনায় দোল খায়, আর রোদ্দুরের
সাথে ভাব করে।
এই ফাঁকে, হিজলের বন, হাত নেড়ে কয়,
“একটুখানি ছায়া বিকোতে চাই! নেবে কেউ?”
ক্লিষ্ট পথিক যারপরনাই খুশি হয়ে
হেলান দিলো, এক বৃক্ষের শেকড়ে,
ঘুমোনো হয়নি যে তার, বহুদিন হলো।
ওদিকে, হাড়গিলে মদনটেক,
কী জানি কী ভেবে
ডানা দু’টো প্রসারিত করে,
অভিমান জানালো পসারী বিকেলকে-
এবার তো ঘরে ফেরার পালা।
No comments:
Post a Comment