না বলা কথাগুলি
হাকিকুর রহমান
ক্লান্ত চরণে, কিইবা নিয়ে মনে
দাঁড়িয়েছিলো মোর আঙিনায়,
আঁখির ভাষাখানি, ছিলো যে অভিমানী
ক্ষণটা ভরেছিলো তবু দখিনায়।
বাতায়ন ঘিরে, সেই সুখী নীড়ে
বয়েছিল তারা বড়ই অবাধে,
তবুও কেনো জানি, কোন পলকে হানি
ভাবনাগুলো তাতে করে বাঁধ সাধে।
পিয়াসা জেগেছিলো, কোকিলা গেয়েছিলো
স্বপন রাতি তবু যে আসেনি,
ছিন্ন এ মন্দিরে, হৃদয়েরো তীরে
ফোটা পদ্মটা আর তো ভাসেনি।
তাই চেয়ে থাকা, কোন ছবি আঁকা
পুরানো দিনগুলোকেই স্মরি যে,
ভগ্ন বাঁশরীতে, চাই সুর দিতে
কথাগুলি কহিবারে মরি যে।
No comments:
Post a Comment