অধীর অপেক্ষায়
হাকিকুর রহমান
আগুন লেগেছে ফাগুনের বনে-
সাথী হলো বিটকিলে পাতিকাক,
শিমুলের ডালে বসে,
প্রসারিত করলো তার রুপোলী কালো পাখা দু’টো।
কোকিলটা তাতে অভিমান করে,
গেয়ে উঠলো অকারণে।
কারণ, ও দু’জনের মাঝে তো
রয়েছে জনমের শত্রুতা।
ওদিকে, কোত্থেকে উড়ে এলো,
কালো কালো মেঘের সারি-
যেনো, কোন ডাকাতের দল,
রে, রে, করে ঘিরে দিলো আঁধারে,
এদিক-ওদিক, চারিদিক।
রাজ বটেরা, এমনিতেই ভীতু পাখি,
সে ঐ মেঘের গর্জনে, মুখ লুকোলো
গাছের খোলে। লাল মাথা কাঠঠোকরাটা
তার তৈরি করা ফোকরে ঢুকে গেলো-
দেবে মনে হয়, একখানা সুখনিদ্রা।
বালি হাঁস গুলো জীবনের তাগিদে,
ছিলোতো ঘোলাজলেই, বিল-এর ঠিক মাঝখানে-
ওরাও সন্ত্রস্ত হয়ে, যে যার গর্তে ঢুকে গেলো,
হয়তোবা আজ রাতে অনাহারেই কাটাতে হবে।
অন্যদিকে জেলেনীর মেয়েটা
শাড়ির আঁচল উড়িয়ে বাড়ির পথে রওনা দিলো-
আর রইলো বাবা ফিরে আসার অধীর অপেক্ষায়।
No comments:
Post a Comment