Thursday, December 2, 2021

 

ভাঙাচোরা সুর
হাকিকুর রহমান 
 
দেশলাইয়ের শেষ কাঠিটাকে
জ্বালালাম,
যদিওবা, অনেকক্ষণ ধরে রাখার ফলে
একটু ছ্যাঁকাও খেলাম,
ওতে বোধহয়
বারুদ একটু বেশিই
দেয়া হয়েছিলো ভুলে- 
 
তারপর ওই সেই
আলো-আঁধারিতেই মোমবাতির আলোতে
নিজেকে আরও একটুখানি
আলোকোজ্জ্বল করার
প্রচেষ্টায় রত হলাম- 
 
বহুদিন হলো
পুরোনো ঘড়ির কাঁটাটাকে
আর ঠিক করা হয়নি,
ওটা পিছিয়ে যাওয়া সময়
নিয়েই চলছে,
আর আমি ওর দেয়া সময়ের সাথে
ক’টা মিনিট যোগ দিয়ে
বুঝে নেই, তখনকার সময়- 
 
এদিকে রঙচটা
বেহালার বেঁকে যাওয়া
হাতলটাকে ধরে
আবার নতুন করে
তোলার প্রচেষ্টা করি
আরও একখানা ভাঙাচোরা সুর।
 
(আজকের লেখাটা সময়ের শ্রেষ্ঠ সন্তান আইনস্টাইনকে উৎসর্গ করলাম। উনার সখ ছিলো বেহালা বাজানো। মনে পড়ে ছোটবেলায় পড়েছি, প্যারিসে এক অনুষ্ঠানের আগে বেহালাটা বাজাচ্ছিলেন। তৎকালীন এক সাংবাদিককে প্রশ্ন করা হয়েছিলো, আইনস্টাইনকে চিনেন? উত্তরে তিনি বলেছিলেন, ওই যে বেহালা বাজানো লোকটা? আমি আগেও বলেছি, পৃথিবী প্রকৃত মনীষীগনকে চিনতে পারেনা!)

No comments:

Post a Comment