পুলকিত দখিনা
হাকিকুর রহমান
চেতনার রঙে রাঙিলো হৃদয়
সাথেতে রাঙিলো গোধূলি,
আকাশ পারেতে সাজিলো দিগন্ত
রহিলো সেথায় দিবসের কথাগুলি।
প্রাণের বিকাশে জাগিলো বসুধা
শাখেতে জাগিলো কুঞ্জলতা,
পচিমে ঢলিলো ক্লিষ্ট দিবাকর
পড়িয়া রহিলো কথকতা।
গোলাপের কাঁটা ছাড়ায়ে গেঁথেছে
মালিনীর মেয়ে মালা,
বেণু-বনে আজ ফুটেছে বকুল
ভরে গেছে তার ডালা।
চমকিত প্রাণে চাহিলো জোসনা
সুখী চখা-চখি জাগে,
জোনাকির আলো ছড়ালো কাননে
তাঁহার করুণা মাগে।
দুরের তারারা জাগে সারারাত
মহাকাল জাগে সাথে,
স্বপন রাতিতে কে যেনো জাগিছে
পুলকিত দখিনাতে।
No comments:
Post a Comment