Thursday, December 2, 2021

 

বলি কি!
হাকিকুর রহমান 
 
বলি কি-
হৃদয়ের মোহনাতে লেগেছে ঢেউ
যদিও সেখানে দেখার নেই কেউ
তবুও পারো যদি সময় করে
ঘুরে যেও এই শূন্য প্রান্তরে
হতে পারে তাতে কারও সলিল সমাধি
হয়তোবা ভেঙ্গে দিয়ে কোনও এক মাপা পরিধি
তাইতো এক নগণ্য অংকের হিসাব কষি
ধারণার বাইরে যাবার অভিপ্রায়ে সীমানাটা চষি
প্রাপ্তি-অপ্রাপ্তির ব্যবধান পাইনে খুঁজে
পরিণামটা নিয়েছিতো বহু আগেই কিছুই না বুঝে,
 
বলি কি-
পারলে সময় করে ক্ষণিকের তরে এসো
পারলে হৃদয়ের মাঝে বেড়ে ওঠা আলোর পাখিটাকে ভালোবেসো
সময়গুলো যাকনা বেখেয়ালে পালিয়ে
বেসামাল ক্ষণগুলো যাকনা একটুখানি জ্বালিয়ে
না হয় হয়োনা মুগ্ধ এই মোহন বাঁশির সুরে
আঁধারের আড়ালে থাকুক না ইচ্ছেগুলো পুরে
শান্ত নদীটা বয়ে যাক না আরেকটু সাগরের পানে
যদি পারো হারিয়ে যেতে পারো সেই সুর ছাড়া গানে
যদি না ভালো লাগে পরে না হয় একসময় যেও ছেড়ে
সময়গুলো যাক না আরও অক্লান্তভাবে বেড়ে- 
 
বলি কি-
ভরা ফাগুনের ক্ষণটাকে ভরাতে একটু এসো 
 
বলি কি-
মুখখানাকে আড়াল করে হলেও একটুখানি হেসো।

No comments:

Post a Comment