রাত্রির নীরবতা
হাকিকুর রহমান
ছাতের ওপরে অতি যতনে, লাগিয়েছিলাম
ক'খানা চম্পা- বেলীর ডালি-
নিয়মিত সেখানে জল ঢেলেছি, যাতে করে
ভরায় তারা আমার শূন্য থালি।
সাঁঝের প্রদীপ জ্বালানোর আগে, ভেবেছিলাম
ভরে দেবে তারা সুবাসে-
পাশের বাগানে ডেকেছিল কোকিল, তাই শুনে
মনটা ভরালো কোন আবেশে।
রাত্রিকে তাই স্বাগত জানিয়ে, বসে রই
আকাশের তারা গুলো গুনে-
শত কোলাহল ভুলে গিয়ে, অবশেষে
রাত্রির নীরবতা যাই শুনে।
No comments:
Post a Comment