অলিখিত প্রকাশ
হাকিকুর রহমান
কাতর আঁখিতে কারে যে শুধাবো,
বহতা নদীকুলে দাঁড়ায়ে
কার মুখছবি ভাসে এ হৃদয়ে,
দেয় যে বিহ্বলতা বাড়ায়ে।
নোনাজল যবে প্রবেশ করেছে,
হৃদয়ের উঠোন ভরে
কারেই বা কি কবো,
কাছেতে ডাকিয়া, হস্ত দু’খানা ধরে।
স্বপন রাতিতে কেইবা জাগিছে,
কি কথা নিয়ে তার মনে
তাপিত পরাণে বাড়ে আকুলতা,
বিরহ আচ্ছন্ন প্রকাশনে।
বুকের মাঝেতে গাঁথিয়া রেখে কি,
কোনও সুরে যায় গাওয়া
বিদায় নেবার আগের ক্ষণটা,
হয়েছে যে আঁধারে ছাওয়া।
অনায়াসে যদি না ভুলিতে পারে,
ভুলিবে তাহারে কিসে
সুখলতা সবই ভাসিয়া গেলো যে,
বেদনা ভরানো বিষে।
আঁখির জলে ভাসা পদ্মফুলটা,
দীঘির জলে ভেসে রয়
জোয়ারের স্রোতে ভাসানো তরীটা,
তবু কে যে দাঁড় বয়।
প্রকৃতির কাছে কিইবা চাহিবো,
আকাশই বা দেবে কি
বিরহের থেকে স্বরলিপি নিয়ে,
সুরটাকে বেঁধেছি।
ভেবেছি যেটুকু পাইনিতো তা,
তবুও আশা করে রই
বুকের মাঝারে বিষাদ ভরায়ে,
ভাবনার দাঁড় বই।
অলিখিত ভাবে প্রকাশ করেছি,
না বলা কথাগুলি মোর
ভাবিনি কখনও এই পরিনতি,
হবে নাকি আজ ভোর।
ভালোবাসিবার অধিকার যদি,
আর নাই বা থাকে
উঠোনের পরে ঝরা ফুলগুলো,
কেনই বা পিছে ডাকে।
("নির্জন কাব্য নিকেতন" থেকে।)
No comments:
Post a Comment