ভাটিয়ারী
হাকিকুর রহমান
যাও বয়ে যাও ওরে মাঝী
ভাটিয়ারীর চরে
হৃদয় তোমার পড়ে আছে
কাউকে দেখার তরে।।
সারাটা দিন এঘাট ওঘাট
করেই তোমার কাটে
ঘরের পথে রওনা দিবা
সূর্যি যায়যে পাটে।
এপার ওপার করো তুমি
গাও জীবনের গান
যতই থাকুক বর্ষা বাদল
যতই থাকুক বান।
মনের মাঝে কত আশা
নিয়ে তোমার চলা
দিনগুলো সব হারিয়ে গেলো
যায়না সেটা বলা।
No comments:
Post a Comment