ছোট্ট পাখি
হাকিকুর রহমান
গাছের পাতায় ঝুলে আছে, শিশির বিন্দু-
ছোট্ট পাখির কাছে সে যে, বিশাল সিন্ধু।
পিলপিলিয়ে পড়ে ঠোটে, জলের ফোটা-
চঞ্চুতে লয়ে তা, আহ্লাদে আটখানা হয়ে ওঠা।
মা'তো আছেই পাশে দাঁড়ানো, তাই চিন্তা কিসের-
প্রাণ ভরে স্বাদ নিয়ে পরে, খুঁজবে অন্য দিশের।
হাকিকুর রহমান
গাছের পাতায় ঝুলে আছে, শিশির বিন্দু-
ছোট্ট পাখির কাছে সে যে, বিশাল সিন্ধু।
পিলপিলিয়ে পড়ে ঠোটে, জলের ফোটা-
চঞ্চুতে লয়ে তা, আহ্লাদে আটখানা হয়ে ওঠা।
মা'তো আছেই পাশে দাঁড়ানো, তাই চিন্তা কিসের-
প্রাণ ভরে স্বাদ নিয়ে পরে, খুঁজবে অন্য দিশের।
No comments:
Post a Comment