ঝড়ের পূর্বাভাস
হাকিকুর রহমান
বার্তাকক্ষে বার্তা এলো
ঝড়ের পূর্বাভাস
দমকা হাওয়া বইতে পারে
অঝোর বৃষ্টির আভাস।
সাথে কোথাও ঘটতে পারে
ঘন বজ্রপাত
সাগর পাড়ে হানতে পারে
জলোচ্ছাসের আঘাত।
এমন দিনে বাইরে যাওয়া
মোটেই উচিৎ নয়
পদে পদে বিপদ সেথা
জীবনের ক্ষয়।
মাঠের চাষী, ঘাটের মাঝী
সাবধানেতে থাকো
বিপদ আঘাত হানার আগে
নিজকে তৈরি রাখো।
ঝড়ের প্রকোপ কমলে পরে
আবার বাহির হও
কেমন আছে পড়সী সকল
তাদের খবর লও।
সবাই মিলে আপদ-বিপদ
করতে হবে পার
দশের লাঠি একের বোঝা
মনে রেখো তার।
হাকিকুর রহমান
বার্তাকক্ষে বার্তা এলো
ঝড়ের পূর্বাভাস
দমকা হাওয়া বইতে পারে
অঝোর বৃষ্টির আভাস।
সাথে কোথাও ঘটতে পারে
ঘন বজ্রপাত
সাগর পাড়ে হানতে পারে
জলোচ্ছাসের আঘাত।
এমন দিনে বাইরে যাওয়া
মোটেই উচিৎ নয়
পদে পদে বিপদ সেথা
জীবনের ক্ষয়।
মাঠের চাষী, ঘাটের মাঝী
সাবধানেতে থাকো
বিপদ আঘাত হানার আগে
নিজকে তৈরি রাখো।
ঝড়ের প্রকোপ কমলে পরে
আবার বাহির হও
কেমন আছে পড়সী সকল
তাদের খবর লও।
সবাই মিলে আপদ-বিপদ
করতে হবে পার
দশের লাঠি একের বোঝা
মনে রেখো তার।
No comments:
Post a Comment