নিজের বাসা- খাসা
হাকিকুর রহমান
বাবুই পাখির বাসা দেখে চড়ুই পাখি হাসে
এদিক ওদিক ঘুরে শুধু চায়যে আশে পাশে।
বলে আবার, নীচে খোলা- এটা কেমন বাসা!
চারিদিকে বিচালি আর কাঁদা দিয়ে ঠাসা।
থাকি আমি দালান কোঠায়, কতই মনোরম
হেথায় তুমি খেটেই মরো, নেইতো ফেলার দম।
বাবুই বলে, কাঁচা হোক, পাকা হোক, নিজের বাসাই খাঁটি
শক্ত করে বানিয়ে তারে, রাখি পরিপাটি।
নিজের যেটা আছে তাতে খুশী আমি ভাই
অন্যের জিনিস দেখার মাঝে কোন বড়াই নাই।
হাকিকুর রহমান
বাবুই পাখির বাসা দেখে চড়ুই পাখি হাসে
এদিক ওদিক ঘুরে শুধু চায়যে আশে পাশে।
বলে আবার, নীচে খোলা- এটা কেমন বাসা!
চারিদিকে বিচালি আর কাঁদা দিয়ে ঠাসা।
থাকি আমি দালান কোঠায়, কতই মনোরম
হেথায় তুমি খেটেই মরো, নেইতো ফেলার দম।
বাবুই বলে, কাঁচা হোক, পাকা হোক, নিজের বাসাই খাঁটি
শক্ত করে বানিয়ে তারে, রাখি পরিপাটি।
নিজের যেটা আছে তাতে খুশী আমি ভাই
অন্যের জিনিস দেখার মাঝে কোন বড়াই নাই।
No comments:
Post a Comment