Thursday, December 19, 2019

সমুদ্র
হাকিকুর রহমান

ওহে অর্ণব, ওহে জলধি, ওহে উদধি, ওহে পয়োধি-
ধরিত্রীর সত্তর শতাংশের করিতেছো প্রতিনিধি,
ওহে পয়োনিধি, ওহে তয়োধি, ওহে পারাবার, ওহে সাগর-
ওহে সিন্ধু, ওহে বারিধি, ওহে বারীশ, ওহে রত্নাকর;
মনে হয় যেনো, তুমিই অভ্রভেদী!

No comments:

Post a Comment