Thursday, December 19, 2019

নতুন প্রভাত
হাকিকুর রহমান

পূবের আকাশে দেখি নতুন সূর্য
হৃদয়ের মাঝে বেজে উঠে রণতূর্য।
এ দিনটিকে করতে হবে জয়
অন্যায়, অত্যাচারকে করা যাবে নাকো ভয়।
যেখানে দেখিবে অনুচিত, অবিচার
প্রতিবাদ করো, যেনো হয় তার সুবিচার।
শুধু বসে থেকে, ক্ষণ করা যাবে নাকো পার
বিবেকের কাছে, মানা যাবে নাকো হার।
নতুন দিনের প্রত্যয় নিয়ে, সামনে এগুতে হবে
পথের বাধা ছিন্ন করে, সাফল্য আসবে তবে।

No comments:

Post a Comment