সময়
হাকিকুর রহমান
ঘড়ি-ঘন্টা ধরে কি আর সময় নির্নিত হয়?
এযে এই বিশ্ব ব্রহ্মান্ডের অপর এক বিস্ময়!
তত্ববিজ্ঞানের ধারায় এটা একটা ভৌত রাশি,
যা পরিমাপযোগ্য-
আমি কহি, সেটা বড়ই আপেক্ষিক,
একেক গ্রহের বিবর্তনে, মানুষ সেটা মাপার অযোগ্য।
ক্ষুদ্রাতিক্ষুদ্রতম সময় ধরা হয়েছে- ইউক্টোসেকেন্ড-
আর তারপরে জেপ্টোসেকেন্ড, ইত্যাদি
সর্ববৃহত্তম সেথায় এক্সাসেকেন্ড, বা বিশ্বতত্বীয় দশক,
কিন্তু, সামগ্রীকভাবে সময় নির্ধারন করা যাবে কি-
এ বিশ্ব ব্রহ্মান্ডের জন্ম থেকে অনন্তকাল অবধি।
কিছু ক্ষণ, কিছু কাল, কিছু দিন, কিছু বছর,
কিছু যুগ, কিছু শতাব্দী, কিছু সহস্রাব্দ-
এ সবই পরস্পরের উপর নির্ভরশীল,
সময়!
সেতো সীমাহীন,
কোন কিছুরই উপর করেনা নির্ভর-
বয়ে চলে অনাদিকাল ধরে,
প্রাঞ্জল, নির্মোঘ, সাবলীল।
হাকিকুর রহমান
ঘড়ি-ঘন্টা ধরে কি আর সময় নির্নিত হয়?
এযে এই বিশ্ব ব্রহ্মান্ডের অপর এক বিস্ময়!
তত্ববিজ্ঞানের ধারায় এটা একটা ভৌত রাশি,
যা পরিমাপযোগ্য-
আমি কহি, সেটা বড়ই আপেক্ষিক,
একেক গ্রহের বিবর্তনে, মানুষ সেটা মাপার অযোগ্য।
ক্ষুদ্রাতিক্ষুদ্রতম সময় ধরা হয়েছে- ইউক্টোসেকেন্ড-
আর তারপরে জেপ্টোসেকেন্ড, ইত্যাদি
সর্ববৃহত্তম সেথায় এক্সাসেকেন্ড, বা বিশ্বতত্বীয় দশক,
কিন্তু, সামগ্রীকভাবে সময় নির্ধারন করা যাবে কি-
এ বিশ্ব ব্রহ্মান্ডের জন্ম থেকে অনন্তকাল অবধি।
কিছু ক্ষণ, কিছু কাল, কিছু দিন, কিছু বছর,
কিছু যুগ, কিছু শতাব্দী, কিছু সহস্রাব্দ-
এ সবই পরস্পরের উপর নির্ভরশীল,
সময়!
সেতো সীমাহীন,
কোন কিছুরই উপর করেনা নির্ভর-
বয়ে চলে অনাদিকাল ধরে,
প্রাঞ্জল, নির্মোঘ, সাবলীল।
No comments:
Post a Comment