Thursday, December 19, 2019


সাদা-কালো
হাকিকুর রহমান

সাদা জিনিস সাদাই থাকুক
কালো জিনিস কালো
মন্দ যেটা মন্দই চিনি
ভালোটাকে ভালো।
ধরাতলে কতই খেলা
দেখছি দিনমান
মন্দ-ভালো মিলেমিশে
রইছে বহমান।
ভালোটাকে মন্দ থেকে
আনতে হবে চিনে
বিবেকটাকে জাগতে হবে
সহযোগিতা বিনে।
কপালগুনে ভালোর যদি
দেখা পেয়ে যাও
থাকতে সময় নিজের গুনে
আদায় করে নাও।

No comments:

Post a Comment