Friday, December 13, 2019

দোপেয়ে মানুষ
হাকিকুর রহমান

দোপেয়ে মানুষ, রঙীন ফানুস
যায়না বোঝা মন
এই বরোষা, এই তমসা
হয়যে উচাটন।
আজকে এ তাল, কালকে ও তাল
তালের নেইকো শেষ
কতই ছলা, কতই কলা
আছেন ভালই বেশ।
এক পা বাড়ান, থমকে দাঁড়ান
আবার চলা শুরু
পড়লে বাঁধা, সামনে কাঁদা
কেমন করেন ভুরু।
দিন পেরুলে, কাজ ফুরুলে
চিনিনাতো তোকে!
তুই কে আবার, কর্ম কাবার
দেখিনিতো চোখে!

No comments:

Post a Comment