হতদরিদ্র
হাকিকুর রহমান
নুন আনতে পানতা ফুরোয়
তাদের আবার কি!
সারা জীবন কেঁদেই মরে
করুণ বিনতি।
যেদিক পানে তাকায় তারা
দেখে শুধু খরা
হাতের কাছে পায়না কিছুই
ছন্নছাড়া ধরা।
জীবনটাতো তাদের কাছে
বড়ই গহীন বন
কোনমতে চলছে হেঁটে
ভাঙ্গাচুরো মন।
পথের মাঝে পা বাড়ালে
দুঃখ করে ভর
জোগাড় যন্ত্র হয়না কিছুই
খালিই থাকে ঘর।
নেই মনোবল তবুও তারা
খেটেই চলেছে
জঠর জ্বালা মিটবে কিসে
ভাবতে বসেছে।
এমনি করেই জীবন চালায়
তারা কোনমতে
নতুন কিছুই নেই সেখানে
তাদের চলার পথে।
হাকিকুর রহমান
নুন আনতে পানতা ফুরোয়
তাদের আবার কি!
সারা জীবন কেঁদেই মরে
করুণ বিনতি।
যেদিক পানে তাকায় তারা
দেখে শুধু খরা
হাতের কাছে পায়না কিছুই
ছন্নছাড়া ধরা।
জীবনটাতো তাদের কাছে
বড়ই গহীন বন
কোনমতে চলছে হেঁটে
ভাঙ্গাচুরো মন।
পথের মাঝে পা বাড়ালে
দুঃখ করে ভর
জোগাড় যন্ত্র হয়না কিছুই
খালিই থাকে ঘর।
নেই মনোবল তবুও তারা
খেটেই চলেছে
জঠর জ্বালা মিটবে কিসে
ভাবতে বসেছে।
এমনি করেই জীবন চালায়
তারা কোনমতে
নতুন কিছুই নেই সেখানে
তাদের চলার পথে।
No comments:
Post a Comment