প্রভঞ্জন
হাকিকুর রহমান
প্রভঞ্জন কাঁদিয়া ফিরে-
মহানন্দা, গোমতীর তীরে।
গ্রীস্মের এই তাপদাহে-
সম্বিত ফিরি পথচারী,
অপলোক চোখে নিলিমার পানে চাহে।
নাহিতো কোথাও সঞ্চরণশীল নীরদ,
যাহা প্রদান করিবে
একটু স্বস্তির ছায়া,
অশীতিপর ভীখারিনী
তবুও ঘুরে দ্বারে দ্বারে-
ন্যুব্জ স্কন্ধ, স্থুলকায় কায়া।
ছাড়িয়া দীর্ঘনিঃশ্বাস,
কর্ণধার তরণী তটেতে ভীড়ায়-
ওপারে যাবার তরে,
ঘাঁটেতে কেহ নাহি অপেক্ষায়।
থমকিয়া রহিছে ধরা-
প্রলম্বিত হইবে কি এ খরা!
হাকিকুর রহমান
প্রভঞ্জন কাঁদিয়া ফিরে-
মহানন্দা, গোমতীর তীরে।
গ্রীস্মের এই তাপদাহে-
সম্বিত ফিরি পথচারী,
অপলোক চোখে নিলিমার পানে চাহে।
নাহিতো কোথাও সঞ্চরণশীল নীরদ,
যাহা প্রদান করিবে
একটু স্বস্তির ছায়া,
অশীতিপর ভীখারিনী
তবুও ঘুরে দ্বারে দ্বারে-
ন্যুব্জ স্কন্ধ, স্থুলকায় কায়া।
ছাড়িয়া দীর্ঘনিঃশ্বাস,
কর্ণধার তরণী তটেতে ভীড়ায়-
ওপারে যাবার তরে,
ঘাঁটেতে কেহ নাহি অপেক্ষায়।
থমকিয়া রহিছে ধরা-
প্রলম্বিত হইবে কি এ খরা!
No comments:
Post a Comment