Friday, December 13, 2019

ভোরের ডাক
হাকিকুর রহমান

যত কিছু আছে জরাজীর্ণ, শতছিন্ন
যত কিছু আছে অকল্যাণকর
মুছে ফেলে দাও, এই নতুন প্রভাতে
ধৌত করো মনকে, দিয়ে রবির কর।
ওহে মানব, করোহে প্রতিজ্ঞা
যতোদিন রবে এই ধরায়
মানব সেবায় উদ্বুদ্ধ হবে
হোক বসন্ত, শীত, বর্ষা, খরায়।
করোহে ভক্তি মনুষ্যত্বে
নিয়ে এই প্রতিজ্ঞা
মানবতাকে উন্নীত করি
করা যাবেনা কাউকে অবজ্ঞা।
বাড়িয়ে দেই সম্প্রীতির হাত
সমাজের চারিদিকে
কর্মে হও প্রথিতযশা
জয়গান উঠুক দিকেদিকে।

No comments:

Post a Comment