Sunday, December 22, 2019

প্রাত্যহিক
হাকিকুর রহমান

প্রাত্যহিক তাজা খবর!
ভেজালকারীগণ রয়েছেন সদা তৎপর,
সবজী, ফল, মাছ, পথ্য- বাকি কি আছে
সবকিছুতেই করেছেন ভর।
আগ্রহী মজুতদারগণ,
কিভাবে কৃত্রিম সংকট তৈরী করে-
আরও বেশী করে হাতানো যায় অর্থ
সে চেষ্টা প্রাণপণ।
উঠতি ধনীগণের দাপটে-
করা যায়না বাজার,
দামাদামি, দর কষাকষি নেই-
যাকিছু আছে কিনে করছেন সাবাড়।
জীবন চালাতে নিম্ন-মধ্যবিত্তের
নাভিশ্বাস উঠে যায়,
কোনমতে সপ্তাতিনেক, তারপর
বিষন্ন মনে, পকেটের পানে চায়।

No comments:

Post a Comment